চ্যাম্পিয়ন হলে আর্জেন্টিনা-ব্রাজিল কত পাবে..?
বাংলাদেশ সময় রোববার সকাল ৬টায় কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা-ব্রাজিল। লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মেসি বনাম নেইমারের দেশ নামছে ব্রাজিলের ঐতিহাসিক মারকানা স্টেডিয়ামে।
১৯১৬ সালে প্রথমবার টুর্নামেন্ট শুরু হওয়ার পর রোববার শেষ হতে যাচ্ছে কোপার ৪৭তম আসর। কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন হলে জয়ী দল কত টাকা পাবে তা আনুষ্ঠানিক জানায়নি আয়োজক কনমেবল। তবে স্পোর্টসফোল্ডে সম্ভাব্য পুরস্কার অর্থ কত তা জানানো হয়েছে।
আগামীকাল ব্রাজিল-আর্জেন্টিনার মধ্যে যারা চ্যাম্পিয়ন হবে তারা পাবে ৬.৫ মিলিয়ন মার্কিন ডলার। আর রানার্সআপ দল পাবে ৩.৫ মিলিয়ন মার্কিন ডলার।
তৃতীয় স্থান দখলকারী দল পাবে ৩ মিলিয়ন মার্কিন ডলার। চতুর্থ স্থানে থাকা দল পাবে ২.৫ মিলিয়ন মার্কিন ডলার।
কোয়ার্টার ফাইনালে খেলা দলগুলোকে দেওয়া হবে ১.৫ মিলিয়ন মার্কিন ডলার করে। কোপার গ্রুপপর্বে খেলা দলগুলো পাবে ১ মিলিয়ন ডলার করে।