ছাত্রলীগের সাবেক সভাপতি সহ ৩ ডাকাত আটক!
জয়পুরহাটে অভিযান চালিয়ে ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে কালাই পুলিশ। বুধবার উপজেলার বানদিঘি গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
আটকরা হলেন কালাই উপজেলার বান্দিঘি গ্রামের মৃত শফির উদ্দিনের ছেলে মাহাবুব মন্ডল (৪২), কালাই পৌরসভার সরকারি মহিলা কলেজ পাড়া মহল্লার মৃত আজিজুর রহমানের ছেলে বজলার রহমান বুলেট (৪৩) এবং সাদ্দাম হোসেন (৩২)। গোবিন্দগঞ্জের রায়ভাঙ্গী গ্রামের আব্দুল হামিদ।
কালাই উপজেলা ছাত্রলীগ ও আওয়ামী লীগের একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বাজলার রহমান বুলেট আগের মেয়াদে (২০১৩ সালের আগে) কালাই উপজেলা ছাত্রলীগের বর্তমান আহ্বায়ক কমিটির চেয়ারম্যান ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বুধবার সন্ধ্যায় মাতরাই ইউনিয়নের বান্দীঘি গ্রামে অভিযান চালান। ডাকাতরা মাহবুবের বাড়ি ঘিরে ফেলে এবং চক্রের তিন সদস্যকে আটক করে এবং ঘটনাস্থলে তল্লাশি চালায়।
ঘটনাস্থল থেকে একটি চোরাই মোটরসাইকেল, মদের বোতল, ৫০ গ্রাম গাঁজা, ৪০০ পিস ইয়াবা, একটি পিস্তলের বুলেট এবং একটি শটগান জব্দ করা হয়েছে।
আটককৃতদের মধ্যে মাহাবুব মণ্ডলের বিরুদ্ধে ১১ টি এবং বাজলার রহমান বুলেটের বিরুদ্ধে ২ টি মামলা বিচারাধীন রয়েছে।
কালাই থানার ওসি সেলিম মালিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।