জরুরি অবস্থা জারির পর প্রথম ভাষণে যা বললেন মিয়ানমার সেনা প্রধান !!

জরুরি অবস্থা জারির পর জাতির উদ্দেশে দেওয়া প্রথম ভাষণে মিয়ানমারের সেনা প্রধান জেনারেল মিন অং লাইং বলেছেন, ভোট জা’লি’য়া’তির কারণে দেশের বেসামরিক নেতাদের ক্ষম’তা’চ্যু’ত করা হয়েছে। সোমবার টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি এমনটি বলেন।মিন অং লাইং বলেন, গণতান্ত্রিক ধারা অব্যহত রাখার জন্য ২০০৮ সালের সেনা সংবিধান অনুযায়ী তাদেরকে গ্রে’ফ’তা’র করা হয়েছে। শিগগিরই নতুন নির্বাচনের আয়োজন করে বিজয়ী দলের কাছে ক্ষ’ম’তা হস্তান্তর করা হবে।

এদিকে সামরিক অভ্যুত্থান ও নির্বাচিত নেতা অং সান সু চিকে গ্রে’ফ’তা’রে’র বি’রু’দ্ধে ক্রমবর্ধমান বি’ক্ষো’ভের চা’পে হুঁ’শি’য়ারি জা’রি করেছে মিয়ানমারের সেনাবাহিনী। সোমবার মিয়ানমার পুলিশের পক্ষ থেকে বি’ক্ষো’ভ’কা’রীদের স’তর্ক করে বলা হয়, চলে যাও । এ ঘোষণার কিছুক্ষণ আগে বি’ক্ষো’ভ’কা’রী’দের বি’রু’দ্ধে পদ’ক্ষে’প নেওয়ার ইঙ্গিত দেয় রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম।

গত ১ ফেব্রুয়ারি য়ানমারের ক্ষ’ম’তা দ’খল করে দেশটির সামরিক বাহিনী। এদিন অভি’যান চা’লিয়ে রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি এবং ক্ষমতা’সীন দলের শীর্ষস্থানীয় নেতাদের গ্রে’ফ’তার করা হয়। দেশজুড়ে ঘোষণা করা হয় এক বছরের জরুরি অবস্থা।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *