জামাল খাসোগী হ’ত্যা মামলায় ৫ জনের মৃত্যুদন্ড !!
আলোচিত সাংবাদিক জামাল খাসোগি হ’ত্যায় পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছে সৌদি আরবের একটি আদালত। দেশটির একজন সরকারি আইন কর্মকর্তা এ কথা জানিয়েছেন। খবর বিবিসির।
সৌদি সরকারের কঠোর সমালোচক খাসোগি গত বছর তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনসুলেটের ভিতর খুন হন। সৌদি এজেন্টের একটি দল এ হ’ত্যাকাণ্ড ঘটায় বলে পরবর্তীতে প্রকাশ পায়।
এ হ’ত্যাকাণ্ডের ব্যাপারে তার কোনো ধরনের সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেছিলেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। কিন্তু পরবর্তীতে তিনি দেশটির নেতা হিসেবে এর দায় নেন।সৌদি পিপি বলেন, এটা ছিল একটি ‘দুর্বৃত্ত অভিযান’ এবং এর দায়ে অজ্ঞাত ১১ জনকে বিচারের আওতায় আনা হয়।