জেনে নিন আজ সারাদেশের ইফতারের সময় !!
পবিত্র মাহে রমজান উপলক্ষে পাঠকদের জন্য প্রতি দিনের ন্যায় আজও দেয়া হল সারাদেশের ইফতারির সময়। আজ সোমবার (১৮ মে) ২৪তম রোজার ইফতারের সময় হল (ঢাকা জেলা) সন্ধ্যা ৬টা ৩৯ মিনিট। ঢাকা জেলার সময়ের সাথে যে সব জেলার ইফতারের সময় বাড়াতে হবে আর যে সব জেলার ইফতারের সময় কমাতে হবে। নিম্নে দেয়া হল:
আরবিতে ইফতারের দোয়া: (আল্লাহুম্মা লাকা ছুমতু ওয়া তাওয়াক্কালতু আ’লা রিজক্বিকা ওয়া আফতারতু বি রাহমাতিকা ইয়া আর্ হামার রা-হিমীন।) অর্থ: হে আল্লাহ! আমি তোমারই সন্তুষ্টির জন্য রোজা রেখেছি এবং তোমারই দেয়া রিযিক্ব দ্বারা ইফতার করছি।
ইফতারের দোয়া বাংলায়:-
হে আল্লাহ তায়ালা আমি আপনার নির্দেশিত মাহে রমাজানের ফরয রোজা শেষে আপনারই নির্দেশিত আইন মেনেই রোজার পরিসমাপ্তি করছি ও রহমতের আশা নিয়ে ইফতার আরম্ভ করছি। তারপর ‘বিসমিল্লাহি ওয়া’আলা বারাকাতিল্লাহ’ বলে ইফতার করা শুরু করুন।