জেনে নিন, এখনো করোনামুক্ত আছে দেশের যে ৪ জেলা !!

গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভা’ইরাসে আ’ক্রান্ত রোগী শনাক্ত হয়েছিল। এরপর দিন দিন সারাদেশে ছড়িয়ে পড়েছে এই প্রা’ণঘাতী ভা’ইরাস। এখন পর্যন্ত দেশের ৬০ জেলায় করোনা রোগী শনাক্ত হয়েছে।

দেশের মাত্র ৪ জেলা এখনো করোনামুক্ত রয়েছে। জেলাগুলো হল- খাগড়াছড়ি, রাঙ্গামাটি, সাতক্ষীরা ও নাটোর। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভা’ইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘আমাদের ৬০টি জেলা করোনায় আ’ক্রান্ত। চারটি জেলায় এখনও কেউ করোনায় আ’ক্রান্ত হয়নি। তার মধ্যে পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি ও রাঙ্গামাটি করোনামুক্ত। খুলনা বিভাগের মধ্যে গতদিন আমি বলেছিলাম যে, ঝিনাইদহ ও সাতক্ষীরা বাদ আছে। তবে আজকে আমি বলব, ঝিনাইদহতে নতুন করে আ’ক্রান্ত হয়েছে।’

তিনি আরো বলেন, ‘খুলনা বিভাগের শুধু সাতক্ষীরা বাকি আছে। আর রাজশাহী বিভাগে একটু সংশোধনী আছে। গতদিন আমরা বলেছিলাম যে, রাজশাহীর নাটোরে একজন আ’ক্রান্ত। আসলে নাটোরে কোনো আ’ক্রান্ত নেই। নাটোরে যে ব্যক্তির কথা বলেছিলাম, তিনি ঢাকার। স্থায়ী ঠিকানা নাটোর ছিল বলে নাটোর উল্লেখ করা হয়েছিল। নাটোর এখনও করোনা মুক্ত।’

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *