জেনে নিন করোনা সংক্রমণে সারা বিশ্বে বাংলাদেশের অবস্থান কত !!
বাংলাদেশে এখন পর্যন্ত মোট মৃ’ত্যুর সংখ্যা ১৮৩ জন। যদিও করোনার লক্ষণ নিয়ে প্রতিদিনই বাংলাদেশে বেশ কিছু মৃ’ত্যুর ঘটনা ঘটছে, সেগুলো পরীক্ষা না হওয়ার কারণে হিসাবে ধরা যাচ্ছে না। আর স্বল্প পরীক্ষাতেও যে পরিমাণ করোনা আ’ক্রান্ত রোগী ধরা পড়ছে, সেটা রীতিমতো আশঙ্কার।
এর মাঝেই দোকানপাট-শপিং মল খুলে দেওয়ার ঘোষণা এসেছে। মঙ্গলবার (৫ মে) ঢাকাসহ দেশের বিভিন্ন শহরের রাস্তায় হাজার হাজার মানুষ এবং ভিড় দেখা গেছে। বাংলাদেশের এখন পর্যন্ত মোট করোনা আ’ক্রান্তের সংখ্যা ১০২২২ জন। সংক্রমণের দিক থেকে বাংলাদেশ সারাবিশ্বে ৩৭তম অবস্থানে আছে।
সর্বোচ্চ আ’ক্রান্তের সংখ্যায় শীর্ষ তিনটি স্থান দখল করে রেখেছে যুক্তরাষ্ট্র (১,২১২,৯৫৫ জন), স্পেন (২৪৮,৩০১ জন) এবং ইতালি (২১১,৯৩৮ জন)। ওয়াল্ডমিটার সূত্র জানায়, মৃ’ত্যুর দিক দিয়েও শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছে ৬৯, ৯২৫ জন। স্পেনে মারা গেছে ২৫,৪২৮ জন এবং ইতালিতে ২৯,০৭৯ জন। চার এবং পাঁচ নম্বরে থাকা যুক্তরাজ্য আর ফ্রান্সের মৃ’তের সংখ্যা যথাক্রমে ২৮,৭৩৪ জন এবং ২৫,২০১ জন।