জেনে নিন কাল বিদ্যুত থাকবে না যে ৩ জেলায় !!

গোপালগঞ্জে ১৩২ গ্রেড বিদ্যুত গ্রেডের পাওয়ার উন্নতি করে ৪০০ গ্রেডে করার কাজ চলতেছে। তার জন্য এবার কাল বিদ্যুত থাকবে না ৩ জেলায়।

তিন জেলার মধ্যে রয়েছে- গোপালগঞ্জ, বাগেরহাট ও খুলনা। পাওয়ার গ্রীড কোম্পানীর ফরিদপুরের নির্বাহী প্রকৌশলী হেলাল উদ্দিন স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়।

পত্রে জানা গেছে, গোপালগঞ্জ ১৩২ কেভি গ্রীড উপকেন্দ্র থেকে মাদারীপুর গ্রীড উপকেন্দ্র পর্যন্ত ১৩২ কেভি সঞ্চালন লাইনটি নবনির্মিত গোপালগঞ্জের ৪০০ কেভি গ্রীড উপকেন্দ্রের সাথে ইন-আউট করাসহ বার্ষিক সংরক্ষণ কাজ চলবে। এজন্য আগামী শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত গোপালগঞ্জ ১৩২ কেভি গ্রীড উপকেন্দ্রের বাসবার শাটডাউন থাকবে। শাটডাউনের জন্য যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন রয়েছে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *