জেনে নিন গত ২৪ ঘণ্টায় দেশে করোনার বিস্তারিত পরিসংখ্যান !!

প্রা’ণঘাতী করোনায় গত ২৪ ঘণ্টায় দেশে ১০ জনের মৃ’ত্যু হয়েছে। এ নিয়ে বাংলাদেশে মৃ’ত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল মোট ১২০ জন। এছাড়া একদিনে দেশে এই মরণব্যধিতে আ’ক্রান্ত হয়েছেন আরও ৩৯০ জন। এতে সর্বমোট আ’ক্রান্ত হয়েছেন ৩ হাজার ৭৭২ জন। বুধবার (২২ এপ্রিল) বিকালে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরা হয়েছে। অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) নাসিমা সুলতানা।

তিনি বলেন, ‘২৪ ঘণ্টায় দেশে ৩ হাজার ৯২ টি নমুনা সংগ্রহ করা হয়েছে। আগেরও কিছু নমুনা আমাদের ছিল। সব মিলিয়ে ৩ হাজার ৯৬ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। যেটার হার গতকালের চেয়ে ৪ দশমিক ১ শতাংশ বেশি।’ এছাড়াও গত ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছেন আরও ৫ জন। এ পর্যন্ত মোট ৯২ জন সুস্থ হয়েছেন বলেও জানান এই চিকিৎসক। নাসিমা সুলতানা বলেন, ‘এ রোগে আ’ক্রান্তদের সুস্থ হতে দীর্ঘ সময় লেগে যায়। অনেক সময় উপসর্গ ও লক্ষণ নিয়েই তারা ১৪-১৫ দিন থাকেন, তারপর লক্ষণ কিংবা উপসর্গ কমতে শুরু করে।

অর্থাৎ আ’ক্রান্ত হওয়ার পর একজন রোগীকে সম্পূর্ণ সুস্থ হতে মাসখানেক সময় লেগে যায়। তাই সুস্থের সংখ্যা কম মনে হতে পারে। একজন ব্যক্তিকে আমরা তখনই সম্পূর্ণ সুস্থ বলবো, যখন তার পরপর দুটি পরীক্ষায় নেগেটিভ আসবে।’ মৃত ১০ জনের বিবরণ দিয়ে তিনি বলেন, মৃতের মধ্যে পুরুষ ৭ জন, আর নারী ৩। আর মৃতদের ৭ জন ঢাকার ভেতরে, বাকিরা বিভিন্ন এলাকার। ঢাকার বাইরের তিন জন হলেন ময়মনসিংহ, নারায়ণগঞ্জ ও টাঙ্গাইলের। মৃত ব্যক্তিদের বিবরণে তিনি জানান, ‘বয়সের বিশ্লেষণে তাদের মধ্যে ষাটোর্ধ্ব তিনজন, ৫১-৬০ বছর বয়সী দুজন, ৪১-৫০ বছরের তিনজন ও ২১-৩০ বছর বয়সী দুজন মারা গেছেন।’

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *