জেনে নিন প্রভাবশালী পাসপোর্ট রয়েছে যে ৯ দেশের !!

মণ বিষয়ক বৈশ্বিক র‌্যাংকিং হেনলি বিশ্বের সবচেয়ে প্রভাবশালী পাসপোর্টের একটি র‌্যাংকিং প্রকাশ করেছে। অবিশ্বাস্য হলেও এই তালিকার শীর্ষ তিনটিই এশিয়ার দেশ। জার্মানি, ফিনল্যান্ডের মতো দেশগুলোকে পেছনে ফেলে জাপান ও সিঙ্গাপুর প্রথম ও দ্বিতীয় স্থান লাভ করেছে। অগ্রিম বা অন-অ্যারাইভাল ভিসা ছাড়া যে পাসপোর্ট নিয়ে সবচেয়ে বেশি দেশে ঢোকা যায়, সে পাসপোর্ট নিয়েই এই র‌্যাংকিং করা হয়েছে।

টানা তৃতীয়বারের মতো সবচেয়ে প্রভাবশালী হিসেবে এক নম্বর স্থান লাভ করেছে জাপানের পাসপোর্ট। অগ্রিম ভিসা বা অন-অ্যারাইভাল ভিসা ছাড়াই জাপানিরা ১৯১টি দেশে প্রবেশ করতে পারেন। সিঙ্গাপুরের নাগরিকরা তাদের পাসপোর্ট নিয়ে প্রবেশ করতে পারেন ১৯০টি দেশে। যে নয়টি পাসপোর্ট নিয়ে বিশ্বের সবচেয়ে বেশি দেশে কোনো অগ্রিম ভিসা বা অন-অ্যারাইভাল ভিসা ছাড়া প্রবেশ করা যাবে, সেগুলো হলো-

জাপান (১৯১টি দেশ), সিঙ্গাপুর (১৯১টি দেশ), দক্ষিণ কোরিয়া (১৮৯টি দেশ), জার্মানি (১৮৯টি দেশ), ইতালি (১৮৮টি দেশ), ফিনল্যান্ড (১৮৮টি দেশ), স্পেন (১৮৭টি দেশ), লুক্সেমবার্গ ((১৮৭টি দেশ), ডেনমার্ক (১৮৭টি দেশ)। তালিকায় নিচের দিকেই রয়েছে পাকিস্তান, আফগানিস্তান, ইরাক ও সিরিয়ার মতো সন্ত্রাস বা যুদ্ধকবলিত দেশগুলো। এর মধ্যে আফগান নাগরিকরা তাদের পাসপোর্ট দিয়ে মাত্র ২৬টি দেশে আগে কোনো ভিসা আবেদন ছাড়া ঢুকতে পারে।

আগে ভিসা আবেদন ছাড়াই সবচেয়ে বেশি দেশে যাওয়া যায় এবং ভ্রমণ করা যায়, এমন বিষয়ের ওপর ভিত্তি করে র‌্যাংকিংটি করা হয়েছে বলে জানায় তারা। হেনলি অ্যান্ড পার্টনার্সের গ্রুপ পিআর ডিরেক্টর প্যাডি ব্লুয়ার সংবাদমাধ্যমকে বলেন, পাসপোর্ট একটি সার্বভৌম দেশের ইতিবাচক ও নেতিবাচক ভাবমূর্তির পরিচয় দেয়। দেশটির সঙ্গে অন্য দেশগুলোর কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক কেমন তা-ও অনেকখানি নির্ভর করে পাসপোর্টের ওপর। সে হিসেবে বৈশ্বিক বাণিজ্য, রাজনীতি ও অর্থনীতিতে অনেক বেশি প্রভাবশালী ও ইতিবাচক ভাবমূর্তির বলা যায় তালিকার প্রথম দিকের পাসপোর্টগুলোকে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *