জেনে নিন মূত্র সংক্রান্ত সহ যাবতীয় রোগের সমাধান যে ফলে !!
এক প্রকার সপুষ্পক উদ্ভিদ এটি। এদেশের গ্রামগঞ্জে বেত গাছ দেখা যায়। এটি জঙ্গলাকীর্ণ কাঁটাঝোপ আকারে জন্মে। জানেন কি এই গাছের ফল ও শিকড় স্বাস্থ্যের জন্য কতটা উপকারী?
বেতফল একটি পুষ্টিকর, সুস্বাদু এবং উপাদেয় জাতীয় ফল। বেত গাছে এই ফল ধরে বলে তাকে বেতফল বলে। বেত ফল ও মূল ঔষধ হিসেবে ব্যবহার করা হয়। দেশে ছয় প্রজাতির বেতফল পাওয়া যায়। একটি থোকায় ২০০টি পর্যন্ত ফল ধরে। ফলের খোসা পাতলা ডিমের খোসার মতো। পাকা ফলের শাঁস নরম, খেতে টক-মিষ্টি।
এবার তবে জেনে নিন বেত ফলের উপকারিতা সম্পর্কে-
দাঁতের গোড়া শক্ত কররত
প্রথমে বেত গাছের মূল সেদ্ধ করে নিতে হবে। এরপর এই সেদ্ধ করা পানি দিয়ে কুলকুচি করলে দাঁতের গোড়া শক্ত হয়।
শুক্রাণু বৃদ্ধি ঘটায়
বেত গাছের মূল চূর্ণ্ করে ঘিয়ে ভেজে নিতে হবে। এবার মধুর সঙ্গে মিশিয়ে খেলে শুক্রাণুর বৃদ্ধি ঘটে।
যাবতীয় রোগ নিরাময়ে
বেত গাছের মূলের ক্বাথ সেবন করলে মূত্র সংক্রান্ত যাবতীয় রোগ নিরাময় হয়।