জেনে নিন, রাজধানীর কোন এলাকায় কতজন আ’ক্রান্ত !!
করোনায় দেশে নতুন করে গত ২৪ ঘণ্টায় আ’ক্রান্ত হয়েছে ৯৪ জন। আর মা’রা গেছে ৬ জন। এই নিয়ে করোনা ভা’ইরাসে আ’ক্রান্ত হয়ে এ পর্যন্ত মা’রা গেছে ২৭ জন। আর এ পর্যন্ত করোনায় আ’ক্রান্ত হয়েছে ৪২৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ৩৩ জন। আইইডিসিআরের তথ্য মতে রাজধানীর কোন এলাকায় কতজন আ’ক্রান্ত হয়েছেন সেটি নিচে দেয়া হলো।
উত্তরা ১৬, ধানমন্ডি ১৩, বাসাবো ১১, মিরপুর ১ নম্বরে ১১, ওয়ারী ১০, মোহাম্মদপুর ৮, লালবাগ ৮, টোলারবাগ ৮, যাত্রাবাড়ী ৬, গুলশান ৬, মিরপুর ১১ নম্বর ৬, উত্তর টোলারবাগ ৬, বংশাল ৪, আজিমপুর ৪, জিগাতলা ৩, গ্রিন রোড ৩, হাজারীবাগ ৩, চকবাজার ৩, বাবুবাজার ৩, সোয়ারীঘাট ৩, বেইলি রোড ৩, বসুন্ধরা আবাসিক এলাকা ৩, মিরপুর ১০ নম্বর ৩, শাহবাগ ২, ইসলামপুর ২, লক্মীবাজার ২, পুরানাপল্টন ২, মগবাজার ২, বাড্ডা ২, মহাখালী ২, তেজগাঁও ২, শাহ আলীবাগ ২, পীরের বাগ ২, আগারগাঁও ২, হাতিরপুল ২, শান্তিনগর ২, মিরপুর ১২ নম্বর ২, আদাবর ১, বসিলা ১, সেন্ট্রাল রোড ১, বুয়েট আবাসিক এলাকা ১, উর্দু রোড ১, নারিন্দা ১, কোতোয়ালি ১, ইস্কাটন ১, রামপুরা ১, শাহজাহানপুর ১, নিকুঞ্জ ১, আশকোনা ১, কাজীপাড়া ১, মিরপু ১৩ নম্বর ১, বনানী ১, দয়াগঞ্জ ১, ধোলাইখাল ১, শনিরআখড়া ১, মুগদা ১, রাজারবাগ ১, হাতিরঝিল ১, মানিকদী ১, বেড়িবাঁধ ১ ও বেগুনবাড়ি ১ জন করে আ’ক্রান্ত হয়েছে।
আইইডিসিআরের তথ্য মতে জেলাওয়ারি আ’ক্রান্তের সংখ্যা হলো- ঢাকা ২০৯, নারায়ণগঞ্জ ৫৯, মাদারীপুর ১১, চট্টগ্রাম ৯ গাইবান্ধা ৮ রংপুর ময়মনসিংহ ৪, কুমিল্লা ৪, নরসিংদী ৪, নীলফামারী ১, রাজবাড়ী ১, মানিকগঞ্জ ৩, গাজীপুর ২, রংপুর ২, শেরপুর ২, টাঙ্গাইল ২, চুয়াডাঙ্গা ১, গোপালগঞ্জ ২, শেরপুর, শরীয়তপুর ১, মুন্সীগঞ্জ, নরসিংদী ৪, বগুড়া ফরিদপুর, বরগুনা, জামালপুর ৩, কক্সবাজার ১, মৌলভীবাজার ১, সিলেট ১, কিশোরগঞ্জ ১।উল্লেখ্য, দেশে গত ৮ মার্চ প্রথম করোনা আ’ক্রান্ত রোগী শনাক্ত করে আইইডিসিআর। তার ১০ দিন পর দেশে প্রথম করোনাভা’ইরাসে আ’ক্রান্ত হয়ে মৃ’ত্যু হয় একজনের।