জেনে নিন, শারীরিক সম্পর্কের ইচ্ছা কমিয়ে দেয় যেসব খাবার !!
খাবার মানুষের শরীরে শক্তি যোগায়। আবার ভেজাল খাবার খেলে হতে পারে নানান রোগ। আজকাল খাবারে ভেজাল কথাটা যেন প্রভাতে সূর্য উদয়ের মতোই সত্য। তাই আমাদের খাবার খেতে হলে সতর্ক থাকা উচিৎ। কেননা ভেজাল খাবারে আমাদের অনেক বড় ধরনের রোগের ঝুঁকি বাড়িয়ে থাকে।
আসুন এক নজরে দেখে নিই, যেসব খাবার খেলে শারীরিক সম্পর্কের ইচ্ছা কমে যায়…
১. অতিরিক্ত মদ্যপান যৌন জীবনে মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলে। ইরেক্টাইল সমস্যাসহ, মিলনের শুরুতেই দ্রুত বীর্যপাতের কারণ হতে পারে অতিরিক্ত মদ্যপান। তাছাড়া অ্যালকোহল শরীরে একটা অবসন্ন ভাব এনে দেয়। ফলে যৌন মিলনের সময় উপযুক্ত উৎসাহ-উদ্দীপনার ঘাটতি দেখা দেয়।
২. মাইক্রোওয়েভে তৈরি করা পপকর্ন খেলেও যৌন মিলনে মারাত্মক প্রভাব ফেলে। এই সব পপকর্নে থাকে অ্যাসিডের মতো কেমিক্যাল যা আস্তে আস্তে যৌন মিলনে ক্ষমতা হ্রাস করে।
৩. ইউরোপিয়ান জার্নাল অব ক্লিনিক্যাল নিউট্রিশন-এ প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, সয়া মিল্ক বা সয়া সস ব্যাপকভাবে টেস্টোস্টেরনের মাত্রা কমিয়ে দেয়। ফলে যৌন আকাঙ্ক্ষা কমে যায়।