জ্বি! আমি করোনা পজিটিভ ছিলাম, এখন নেগেটিভ এসেছে !!

১৪ দিন শেষে, আজ থেকে মহান আল্লাহ তায়ালা আমাকে মুক্তি দিয়েছেন। ১১ এপ্রিল প্রচণ্ড জ্বর আর মাথা ব্যথা নিয়ে যখন সন্দেহবশত টেস্ট করাতে যাই, তখন ঘুণাক্ষরেও ভাবিনি এতো এতো সতর্ক থাকার পরেও আমার কোভিড-১৯ পজিটিভ আসবে। কিন্তু এসেছে…

১১ এপ্রিল সন্ধ্যা ৬:২৪ মিনিটে যখন ফোনে এসএমএস আসলো, এক মূহুর্তের জন্য আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম। দ্রুত মেয়ে আর তার মাকে দূরে সরে যেতে বললাম। বন্দি হলাম একা একটা রুমে। মাগরিবের নামাজ পড়ে, অফিসে জানালাম। সবাই সাহস দিল‌। একটাই কথা, মনোবল হারানো যাবে না।

১৪ দিনের এই সময়ে অনেকেই ফোন দিয়ে সাহস দিয়েছেন। পরিবার, সহকর্মী, বাড়ির মালিক, প্রিয় সংগঠনের বড় ভাইয়েরাসহ অনেক শুভাকাঙ্ক্ষি খোঁজ নিয়েছেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞ। আবার অনেকেই অনেক কাছে থেকেও খোঁজ নেননি, ভালবাসা তাদের প্রতিও। অন্তত আগামী দিনগুলোর জন্য দোয়া করবেন।

আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত এবং আপনাদের সবার দোয়ায় ১৪ দিন শেষে আমার কোভিড-১৯ রিপোর্ট নেগেটিভ এসেছে।আজ দ্বিতীয়বার স্যাম্পল নিয়ে গেছে আইইডিসিআর। ইনশাআল্লাহ, দ্বিতীয়বার রিপোর্ট পাওয়া শেষে অচিরেই কাজে যোগ দিতে পারবো।লেখক : সিনিয়র ব্রডকাস্ট জার্নালিস্ট, দীপ্ত টেলিভিশন। (ফেসবুক থেকে সংগৃহীত)

সূত্রঃ বিডি২৪ রিপোর্ট

 

At the end of 14 days, Allah Ta’ala has released me from today. When I went for a test on April 11 with a high fever and a headache, I did not even think that my Covid-19 would come back positive despite being so careful. But here it is.

When the SMS came on the phone at 6:24 pm on April 11, I was stunned for a moment. I quickly told the girl and her mother to move away. I was imprisoned alone in a room. After the Maghrib prayers, I informed the office. Everyone gave courage. For one thing, morale cannot be lost.

The news spread instantly. Many familiar strangers began to call. I was so stunned that I could not answer anyone’s phone. I just shared some information with the MD, CEO, news head and assignment editor of my organization. Because the decision, who has joined me in the office, they have to separate.

Then began the 14-day life in one of my rooms. In addition to the five daily prayers and supplications, the 15-day medicine continued according to the rules. According to the advice of many well-wishers, drinking hot water, gargling with salt and lemon in hot water, taking hot water steam through the nose and mouth, and eating hot water like tea with ginger-lemon-pepper-clove continued.

It was a horrible day, the next day when the police came to lock my area. Everyone looked at my house with one eye. As if I have committed a serious crime. Gratitude to SI Mehdi, he announced to Handmy in the area – will take action in case of any kind of harassment.

During this time of 14 days, many have dared to call. Many well-wishers, including family, co-workers, homeowners, and older siblings in the favorite organization. I am grateful to them. Again, many did not even look closely, love for them. At least pray for the coming days.

Alhamdulillah, with the infinite mercy of Allah and the prayers of all of you, at the end of 14 days, my Covid-19 report came negative.

Today is the second time IEDCR has taken samples. Inshallah, I will be able to join the work soon after receiving the second report.

Author: Senior Broadcast Journalist, Dipta Television. (Collected from Facebook)

Source: BD24 Report

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *