‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে ব্যবহার করার নির্দেশ !!

‘জয় বাংলা’কে সর্বস্তরে জাতীয় স্লোগান হিসেবে ব্যবহার করতে হবে বলে মৌখিক আদেশ দিয়েছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) হাইকোর্ট এ মৌখিক আদেশ দেন। তবে চূড়ান্ত রায় দেয়া হবে ১৪ জানুয়ারী। এদিকে ‘জয় বাংলা’ কে কেন জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ জারি করে বাংলাদেশের হাইকোর্ট। এক রিট আবেদনের শুনানি নিয়ে হাইকোর্টের একটি বেঞ্চ গত সোমবার এই রুল জারি করে। ৭২ ঘণ্টার মধ্যে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব এবং শিক্ষা সচিবকে রুলের জবাব দিতে বলা হয়।

এ বিষয়ে পরবর্তী শুনানি আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) নির্ধারণ করে হাইকোর্ট। এর আগে আদালতে রিট আবেদনটি করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ড. বশির আহমেদ। আবেদনের পক্ষে তিনি নিজেই শুনানি করেন। তিনি বলেন, ‘জয় বাংলা’ কোনো দলের স্লোগান নয়, এটি আমাদের জাতীয় প্রেরণার প্রতীক। আদালত যদি এই রিট আবেদনের পক্ষে সিদ্ধান্ত দেয় তাহলে ‘সকল সরকারি কর্মকর্তা এবং সাংবিধানিক কর্মকর্তাদের বক্তব্যের শুরুতে ও শেষে বাধ্যতামূলকভাবে জয় বাংলা বলতে হবে।’ এছাড়া স্কুল-কলেজের অ্যাসেম্বলির শুরু এবং শেষেও ‘জয় বাংলা’ ব্যবহার করতে হবে। প্রসঙ্গত ‘জয় বাংলা’ স্লোগানটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত হলেও কালে কালে এটির সাথে দলীয় রাজনীতির অনুষঙ্গ যোগ হয়েছে। আওয়ামী লীগ তাদের দলীয় সভা সমাবেশে ‘জয় বাংলা’ ব্যবহার করলেও বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি এই স্লোগানের বদলে ‘বাংলাদেশ জিন্দাবাদ’ ব্যবহার করে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *