ঝিনাইদহে নবজাতকের নাম রাখা হলো করোনা !!

প্রা’ণঘা’তী করোনায় কাঁপছে গোটা বিশ্ব। বিশ্বের ২১০টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে এই ভা’ইরাস। বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও ছড়িয়ে পড়েছে ভা’ইরাস। প্রা’ণঘা’তী এই ভা’ইরাসে সারা বিশ্বেই আ’ক্রান্ত ও মৃ’তের সংখ্যা বেড়ে যাচ্ছে।আবার এই দুর্যোগের সময় পৃথিবীতে আগমনকারী নবজাতকদের স্মরণীয় করে রাখতে করোনা সম্পর্কিত নাম রাখার নজির এরই মধ্যে দেখা গেছে। এবার ঝিনাইদহে সদ্যজাত এক নবজাতকের নাম রাখা হয়েছে এই ভা’ইরাসের নামে ‘করোনা’।

কুয়েত প্রবাসী সাদিকের স্ত্রী সালেহা নবজাতকটির জন্ম দেন। সদ্যজাত কন্যা সন্তানের নাম ‘করোনা’ রাখার সিদ্ধান্ত নেয় পরিবার। নবজাতকের বাবা সাদিক জানান, বিশ্বের বিভিন্ন দেশে করোনায় অনেক মানুষ মারা গেছেন। তবে এই ভা’ইরাসটি অনেক ভালো অভ্যাস তৈরি করার পেছনে সহায়তা করছে।

তিনি আরো বলেন, আ’তঙ্কের মধ্যেই ভালোর সৃষ্টি হয়। এই ভয়কে জয় করে সরকারি নির্দেশ মেনে চললেই সবাই সুরক্ষিত থাকব। করোনা নামক ভা’ইরাসের বিরুদ্ধে আমরা যুদ্ধ করছি। এই যুদ্ধের স্মৃতির প্রতীক হয়ে থাকবে আমার স্ত্রী ও সদ্যজাত কন্যা। তারা উভয়ই সুস্থ রয়েছে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *