টিকটক করতে গিয়ে ট্রেন থেকে আছড়ে পড়লেন যুবক, অতঃপর…

রেলপথ ভারতীয়দের চলাচলের জন্য সবচেয়ে সহজ একটি মাধ্যম। কিন্তু হতাশার বিষয় হল অধিকাংশ যাত্রী রেলে যাতায়াতের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করেন না। সম্প্রতি ভারতের রেল মন্ত্রী পীযূষ গোয়ালের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে এমনই একটি ভয়ঙ্কর ভিডিও আপলোড করা হয়েছে। ভিডিওটি আপলোডের পরপরই যেন পুরো নেটদুনিয়া কেঁপে উঠে।
সাত সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, টিকটক ভিডিও তৈরির জন্য এক যুবক ট্রেনের বগি থেকে ঝুলছেন। ভিডিও চিত্রিত হওয়ার সঙ্গে সঙ্গেই লোকটি ভারসাম্য হারিয়ে ট্রেনের নিচে চলে যান। তবে ভিডিওটির শেষে তাকে উঠে দাঁড়াতে দেখা গেছে।
ভিডিওটির ক্যাপশনে রেল কর্তৃপক্ষ লিখেন, চলন্ত ট্রেনে স্টান্ট দেখানো বীরত্ব বা সাহসিকতা নয়। আপনার জীবন অমূল্য, একে বিপদে ফেলবেন না। নিয়ম অনুসরণ করুন এবং নিরাপদ যাত্রা উপভোগ করুন।
चलती ट्रेन में स्टंट दिखाना बहादुरी नही, मूर्खता की निशानी है। आपका जीवन अमूल्य है, इसे खतरे में ना डालें।
नियमों का पालन करें, और सुरक्षित यात्रा का आनंद लें। pic.twitter.com/tauidfOqRj
— Piyush Goyal Office (@PiyushGoyalOffc) February 18, 2020