টিকা আবিষ্কার কী করোনা থেকে মুক্তি দেবে – যা বললেন বিশেষজ্ঞরা !!

করোনাভা’ইরাসের সংক্রমণ ঠেকাতে দ্রুত টিকা আর্বিষ্কারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিশ্বের একাধিক দেশের বিজ্ঞানী ও গবেষকরা।তবে প্রশ্ন হচ্ছে টিকা আবিষ্কার করলেই কী করোনাভা’ইরাস থেকে পুরোপুরি মুক্তি মিলবে। টিকা আবিষ্কারের ফলে করোনা সংক্রমণ অনেকটা রোধ করা গেলেও এই ভা’ইরাসকে সম্পূর্ণ নিমূল করা সম্ভব নয় বলে মনে করছেন মার্কিন বিশেষজ্ঞরা।

সম্প্রতি ওয়াশিংটন পোস্টে প্রকাশিত একটি প্রতিবেদনে মার্কিন বিশেষজ্ঞরা জানিয়েছেন, প্রতিষেধক বা টিকা আবিষ্কারের পরেও হয়তো কয়েক দশক পৃথিবীতে থেকে যাবে করোনাভা’ইরাস।শিকাগো বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা জানিয়েছেন, হাম, চিকেন পক্স, এইচআইভির ভা’ইরাসের মতো প্রতিষেধক আবিষ্কারের পরেও হয়তো কয়েক দশক থেকে যাবে এই ভা’ইরাস। কারণ সব মহামারীর ক্ষেত্রেই এমনটা দেখা গেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) বিশেষজ্ঞ চিকিৎসক ডেভিড নাবারো বলেন, অনেক ভা’ইরাসের এখনো টিকা আবিষ্কার করা সম্ভব হয়নি। এইচআইভির টিকা এখনও আবিষ্কার করা যায়নি। বিগত কয়েক দশক ধরে এটি প্রাণ কেড়েছে লাখো মানুষের।তাই করোনার প্রতিষেধক আদৌ তৈরি করা সম্ভব হবে কি না, সে ব্যাপারে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

তবে আশার কথাও শুনিয়েছেন মার্কিন বিশেষজ্ঞরা। ওয়াশিংটন পোস্টের ওই প্রতিবেদনে তারা জানান, সময়ে সঙ্গে সঙ্গে শক্তি ক্ষয় হবে করোনাভা’ইরাসের। মানুষের শরীরেও হয়তো এই ভা’ইরাসের প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়ে যাবে। আর এর মধ্যেই করোনার টিকা ও ওষুধও আবিষ্কার হবে।

তথ্যসূত্র: জিনিউজ

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *