Internation News
ট্রাম্পকে স্বাগত জানাতে ফুলে খরচ চার কোটি রূপি !!

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে আগামী ২৪ ফেব্রুয়ারি ভারতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার সঙ্গে থাকবেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পসহ অন্যরা। তাদেরকে স্বাগত জানাতে ভারতে নানা প্রস্তুতি চলছে। বিশেষ করে আহমেদাবাদের প্রস্তুতি মানুষের নজর কেড়েছে। ইতিমধ্যে বস্তি ঢাকতে চারপাশে দেয়াল দিয়ে ঘিরে ফেলা হয়েছে।
এমনকি আহমাদে পান বিক্রির দোকান বন্ধ করে দিয়েছে পুলিশ, যেন রাস্তায়,দেয়ালে পানের লাল রং লেগে না থাকে।প্রেসিডেন্ট ট্রাম্প ও তার সফরসঙ্গীরা আহমেদাবাদের প্যাটেল ব্রিজ থেকে জুন্দাল সার্কেল এবং মোটেরা পর্যন্ত সড়কে চলাচল করবেন। এই পথকে ফুল দিয়ে সাজানো হচ্ছে। এতে খরচ হচ্ছে প্রায় চার কোটি রূপি।