ট্রা’ম্পের ‘পরিকল্পনার’ বি’রুদ্ধে এবার দাঁড়ালো আ’রব লিগ !!
বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে মা’র্কিন বিমান বাহিনী একপাক্ষিক হা’মলা চালিয়ে ই’রানের বিপ্লবী গার্ডের অভিজাত শাখা কুদস্ বাহিনীর প্রধান মেজর জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার পর মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে।
এমতাবস্তায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক শান্তি পরিকল্পনার নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়্যেপ এরদোগান। এই পরিকল্পনার মাধ্যমে ইসরায়েলের দখলদারিত্বকেও স্বীকৃতি দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।এদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ‘মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা’ পুরোপুরি প্রত্যাখ্যান করেছে আরব লিগ।
আরব লিগের মহাসচিব আবুল ঘেইত বলেন, আজকে যে সিদ্ধান্ত নেয়া হয়েছে তা খুবই চমৎকার একটা সিদ্ধান্ত। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ফিলিস্তিনের অবস্থান পরিষ্কার করতে আরব লিগের এ সিদ্ধান্ত বড় একটা সুযোগ। ট্রাম্পের কথিত মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা কোনোভাবেই ইসরাইল-ফিলিস্তিন দ্বন্দ্ব বন্ধ করতে পারবে না। হাজার হাজার বছরের ইতিহাস একটি ঘোষণার মাধ্যমে মুছে ফেলা সম্ভব না।