ট্রেন স্টেশনে অগ্নিসংযোগ, আটকা পড়ল সাত ট্রেন !!
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়াই তাণ্ডব চালায় মাদ্রাসাছাত্ররা।নতুন খবর হচ্ছে, ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে মাদ্রাসাছাত্রদের হামলার ঘটনায় ঢাকা-সিলেট, ঢাকা-নোয়াখালী ও ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
রেলের এসব পথের বিভিন্ন স্টেশনে সাতটি ট্রেন আটকা পড়েছে।এসব রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হতে আরও এক ঘণ্টার বেশি সময় লাগতে পারে বলে জানিয়েছেন স্টেশন কর্মকর্তারা।