ঠাকুরগাঁওয়ে সীমান্তে বিএসএফের গু’লিতে বাংলাদেশি নিহত !!

সীমান্তে বিএসএফের গু’লিতে রাজিবুল ইসলাম (২৬) নামে এক বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। রবিবার (২২ ডিসেম্বর) ভোরে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বেতনা সীমান্তে ওই যুবক গু’লিবিদ্ধ হন। পরে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে সকাল সাড়ে ১১টায় তার মৃত্যু হয়। নিহত রাজিবুল ইসলাম হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়নের বহরমপুর গ্রামের বদরুল ইসলামের ছেলে।

রাজিবুলের বাবা বদরুল ইসলাম বলেন, ‘তার ছেলে শনিবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়। সারা রাত বাসায় আসেননি। ভোরে পেটের নিচে গু’লিবিদ্ধ অবস্থায় সীমান্তের কাছাকাছি পাওয়া যায় রাজিবুলকে। এরপর চিকিৎসার জন্য হাসপাতালে আনা হয়। জরুরি বিভাগে চিকিৎসা চলাকালে মারা যান রাজিবুল।’

ঠাকুরগাঁও-৫০ বিজিবি জানায়, হরিপুর উপজেলার বেতনা সীমান্তের ৩৬২ পিলার দিয়ে কয়েকজন যুবক গরু আনতে ভারতে অনুপ্রবেশের সময় ১৪৬ বিএসএফ ব্যাটালিয়নের কাদেরগঞ্জ ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গু’লি ছোড়ে। এতে অন্যরা পালিয়ে আসলেও রেজাবুল ইসলাম বিএসএফের গু’লিতে আহত হয়। হরিপুর উপজেলার বিজিবির ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আব্দুস সালাম যুবকের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *