ডোবায় নেমেই মা’রা গেল ৩০০ হাঁস, অসুস্থ হয়েছে আরও ১২০০ !!

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় পরিত্যক্ত পানির ডোবায় নেমে প্রায় ৩০০ হাঁস মা’রা গেছে। গুরুতর অবস্থায় আছে আরও প্রায় ১২০০ হাঁস। রবিবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের ঘোষপালা গ্রামে এ ঘটনা ঘটে। দুপুরে স্থানীয় একটি ডোবায় হাসগুলো নামার কিছুক্ষণ পরেই মা’রা যায় বলে অভিযোগ উঠেছে। এতে হাঁস মালিকের কয়েক লাখ টাকা ক্ষতি হয়েছে। হাঁস মালিক মিজান জানান, একদিন বয়সের খাকি ক্যাম্পবেল জাতের ১৫০০ হাঁসের বাচ্চা দিয়ে হাঁস পালন শুরু করি। যার মূল্য ছিল প্রায় লাখ টাকা। বর্তমানে এসব হাঁসের বয়স প্রায় এক মাস।

হাঁস দেখাশোনা করেন শাকিব নামে এক আত্মীয়। প্রতিদিনের মতো রবিবার দুপুরে হাঁসগুলো বাড়ির পাশে কাশেমের ডোবায় নিয়ে যান শাকিব। এ সময় কয়েকটি হাঁস মাথা নিচের দিকে দিয়ে কাঁপতে থাকে। পরে ডোবায় নেমে দেখা যায় অনেক হাঁস নিস্তেজ হয়ে যাচ্ছে। এক পর্যায়ে হাঁসগুলো ওপরে উঠালে কিছুক্ষণের মধ্যেই মরতে শুরু করে। এভাবে ৩০০ হাঁস তাৎক্ষণিকভাবে মা’রা যায়। বাকিগুলো কাতরাতে থাকে।

এ ব্যাপারে থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে কেউ শত্রুতাবশত ডোবায় বিষ প্রয়োগ করে থাকতে পারে বলে ধারণা করছেন খামারের মালিক মিজান। নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ জানান, সোমবার (২৭ এপ্রিল) নান্দাইল উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা হাঁসের ময়নাতদন্ত করবেন। তখন বিষয়টি পরিষ্কার হবে। তবে বিষ প্রয়োগ বা অন্য কোনভাবে হাঁসগুলো মেরে ফেলা হয়ে থাকলে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *