ঢাকায় দুইটি বাড়ি অথচ বাবাকে রাস্তায় ফেলে গেল সন্তানরা !!
একজন প্যারালাইজড পিতা। তিনি বয়সকালে নিজের সামর্থ্য দিয়ে সন্তানদের মানুষ করেছেন, ঢাকায় নিজের দুইটি বাড়ি করেছেন। এখন তিনি অসুস্থ। ঠিকমতো কথাও বলতে পারেন না, অনেক কিছু ভুলেও যান। তাকে দাওয়াত খাওয়ানোর কথা বলে সন্তানেরা ফেলে গেছে রাস্তায়। পরে এক নারীর সহায়তায় এই অসহায় বৃদ্ধ স্থান পেয়েছেন কল্যাণপুরের এক বৃদ্ধাশ্রমে।
একজন নারী চিকিৎসক বুধবার (২০ নভেম্বর) কল্যাণপুরের দক্ষিণ পাইকপাড়ায় চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ারে এই বৃদ্ধকে ভর্তি করান। ঐ বৃদ্ধকে ধানমন্ডির ১৫ নম্বরের কেএফসি রেস্তোরাঁর পাশ থেকে উদ্ধার করা হয়। বর্তমানে তিনি অনেকটা সুস্থ। তবে তার ঠিকানা ও পরিবার সম্পর্কে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি।
বৃদ্ধাশ্রমের প্রধান নির্বাহী মিলটন সমাদ্দার গণমাধ্যমকে জানান, উনি একদমই কানে শুনতে পারেন না। শরীরের বাম পাশ প্যারালাইজড। রাস্তায় কয়েকদিন ফেলে রাখায় শরীর একদম ভেঙে পড়েছে। আমাদের নিজস্ব চিকিৎসক তাকে দেখেছেন। এখন চিকিৎসা পেয়ে উনি অনেক ভালো আছেন।