ঢাকা উত্তরে ৯৬ কেন্দ্রের প্রাপ্ত ফলাফল প্রকাশ, জানুন বিস্তারিত….

রাজধানী ঢাকার উত্তর সিটি করপোরেশন নির্বাচনে সর্বশেষ ৯৬ কেন্দ্রে প্রাপ্ত ফলাফলে এগিয়ে আছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। তিনি পেয়েছেন ৩৩,১০২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির তাবিথ আউয়াল পেয়েছেন ২১,৮৪৬ ভোট।

আজ ১ ফেব্রুয়ারি শনিবার সকাল ৮টা থেকে একটানা বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট শেষে এখন চলছে গণনা।

প্রথমবারের মতো ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ হচ্ছে ইভিএম প্রযুক্তিতে। ঢাকা উত্তরে মোট ভোটকেন্দ্র ১৩১৮। মোট ভোটার ৩০,১০,২৭৩ জন। ইভিএমে ভোট হওয়ায় ফলাফল পাওয়া যাবে অতি দ্রুত।

এদিকে ভোটের ফলাফল গেজেটে আকারে প্রকাশ পর্যন্ত কোনো প্রকার মিছিল, মশাল মিছিল, মোটরসাইকেল মিছিল, শোডাউন করা যাবে না। বাইক বন্ধ থাকবে ২ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত। আর সকল যন্ত্রযান বন্ধ থাকবে ১ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *