ঢাকা সিটিতে প্রার্থীদের নাম ঘোষণার পর যা বললেন কাদের !!
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আসন্ন ঢাকার দুই সিটি নির্বাচনে মেয়র এবং কাউন্সিলর পদে জনপ্রিয়দেরকেই দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। ওবায়দুল কাদের বলেন, ‘যারা একসেপটেবল এবং পপুলার তাদেরকেই মনোনয়ন দেয়া হয়েছে।’
রবিবার (২৯ ডিসেম্বর) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দুই সিটির প্রার্থীদের নাম ঘোষণার সময় তিনি এ কথা বলেন। এ সময় দুই সিটিতে মেয়র ও কাউন্সিলর পদে আওয়ামী লীগের প্রার্থীদের নাম ঘোষণা করেন ওবায়দুল কাদের। মেয়র হিসেবে প্রতিদ্বন্দ্বিতার জন্য ঢাকা উত্তরে আ’লীগ থেকে মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র আতিকুল ইসলাম।
আর দক্ষিণে প্রার্থী করা হয়েছে শেখ ফজলে নূর তাপসকে, যিনি ঢাকা-১০ আসনের সংসদ সদস্য। শেষ পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্তমান মেয়র ও ঢাকার প্রথম মেয়র হানিফের ছেলে সাঈদ খোকন। তিনি এবার আওয়ামী লীগের মনোনয়ন পেলেন না।