Sports News
তবে কি জাতীয় দলে তামিমের যোগ্য সঙ্গী হবেন মিরাজ ??

বুধবার (১১ ডিসেম্বর) থেকে শুরু হয়েছে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারের আসর। বিপিএলে ২৪তম ম্যাচে সিলেট থান্ডারকে ৮ উইকেটে হারিয়েছে খুলনা টাইগার্স।
ম্যাচে খুলনার নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫৭ রানে থামে সিলেটের ইনিংস। জবাবে ব্যাটিং করতে নেমে মেহেদী মিরাজের হার না মানা ৮৭ রানের উপর ভর করে ৮ উইকেটের বিশাল জয় পায় খুলনা।
এদিকে, এবারের বিপিএলে দারুন পারফর্ম করে চলেছেন তামিম ইকবাল। এমতাবস্তায় ক্রিকেটপাড়ার গুঞ্জন চলছে তবে কি জাতীয় দলে তামিমের যোগ্য সঙ্গী হবেন মিরাজ?
প্রসঙ্গত, ১১ ডিসেম্বর থেকে ২০২০ সালের ১১ জানুয়ারি পর্যন্ত বিপিএলের লিগ পর্বের ৪২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ভেন্যু তালিকায় থাকছে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট।