তসলিমা প্রশ্ন রাখলেন, ধ’র্ষণেরও ক্যাটাগরি আছে ??

রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধ’র্ষণের ঘটনায় প্রতিবাদী হয়েছেন দেশের মানুষ। ধ’র্ষককে দুই দিনের মাথায় গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরপর থেকে সোশ্যাল সাইটে নানারকম মন্তব্য দেখা যাচ্ছে। এই ধ’র্ষণ নিয়ে এবার মুখ খুললেন প্রখ্যাত লেখিকা তসলিমা নাসরিন। পাঠকদের উদ্দেশে ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হল-

‘বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী একটি ছিনতাইকারী মাদকাসক্ত লোক দ্বারা ধ’র্ষণের শিকার হয়েছে। পুলিশের বক্তব্য শুনলাম এ নিয়ে। তারা ধ’র্ষক মজনুর কীর্তিকলাপ যেভাবে বর্ণনা করেছেন, তাতে মনে হলো, মজনু ছাত্রীটিকে ধ’র্ষণ করে ভীষণ অন্যায় করেছে। এর আগে সে প্রতিবন্ধী মেয়ে এবং ভিখারিনীদের ধ’র্ষণ করতো, সেটাকে ততটা অন্যায় বলে মনে করা হচ্ছে না, যতটা অন্যায় সে করেছে ভাবা হচ্ছে ছাত্রীটিকে ধ’র্ষণ করে।’

‘ধ’র্ষণেরও তাহলে ক্যাটাগরি আছে! গরিবকে ধ’র্ষণ করা তত খারাপ নয়, যত খারাপ ধনীকে ধ’র্ষণ করা! তাই না? আসলে সব ধ’র্ষণই একই রকম খারাপ। একটি লোক একই অন্যায় করে যখন সে তার বিদুষী স্ত্রীকে ধ’র্ষণ করে, অথবা বুদ্ধিসুদ্ধিহীন কোনও প্রতিবন্ধীকে ধ’র্ষণ করে, অথবা পতিতালয়ের কোনও নিরক্ষর পতিতাকে ধ’র্ষণ করে, অথবা রাস্তার সর্বহারা ভিখারিনীকে ধ’র্ষণ করে।’

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *