তামিম ভক্তদের জন্য বড় সুঃসংবাদ !!
এবারের বিপিএলটা বেশ খারাপেই গিয়েছে তামিমের। ব্যাট হাতে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন তিনি। কিন্তু ব্যাট হাতে ফর্মের ফেরার আগেই পড়েছিলেন ইনজুরিতে।
আজ রোববার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ঢাকা প্লাটুনের অনুশীলনে ফিরেছেন তামিম। অনুশীলনে খুব বেশি পরিশ্রম না করলেও বেশ ফুরফুরে মেজাজেই ছিলেন দেশের অন্যতম ওপেনার।
আগামীকাল কুমিল্লা ওয়ারিয়ার্সের মুখোমুখি হবে ঢাকা প্লাটুন। পয়েন্ট টেবিলে দুই দলের অবস্থান সমানে সমান। দুই দলই খেলেছে চারটি করে ম্যাচ।জিতেছেও সমান দুটিতে। তাই ম্যাচটি কুমিল্লা-ঢাকা দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। যে জিতবে সে দলই এগিয়ে যাবে। আর এমন অনুশীলনের আগেই সেই ম্যাচে মাঠে নামবেন তামিম।