তামিম-মুশফিককে যে নির্দেশ দিলেন পাপন !!
জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে বাংলাদেশের জয় দেখছেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। জিম্বাবুয়েকে হালকাভাবে নিচ্ছেন না তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ জিতবে এমনটা ভাবছেন না তিনি।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘জিম্বাবুয়ে জিম্বাবুয়ের জায়গায় আছে, আমরা আমাদের আগের জায়গায় নেই। ওদিক থেকে চিন্তা করলে জিম্বাবুয়ে আমাদের চেয়ে এগিয়ে আছে। বিশেষ করে টেস্টে তারা ভালো করছে।’
এছাড়াও দলের সিনিয়র ক্রিকেটারদের দায়িত্ব নিয়ে দলীয় ক্রিকেট খেলতে হবে বলেই জানান পাপন। টিম এফোর্টের জন্য দলের দুই সিনিয়র ক্রিকেটার তামিম ইকবাল ও মুশফিকুর রহিমকে দলের বাকি ক্রিকেটারদের সাহস দিতে বলেছেন পাপন।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সম্পূর্ণ নতুন মাইন্ডসেট নিয়ে খেলতে হবে। সিনিয়রদের মূল দায়িত্ব নিতে হবে। শুধু অধিনায়ক পারবে না। মুমিনুল একেবারেই নতুন। সেও তো একটু লাজুক প্রকৃতির, একটু নরম। তামিম-মুশফিক ওদের বলেছি, টিম এফোর্টের জন্য তোমাদের অন্যদেরকে সাহস দিতে হবে।’