তিন মাস পর কাতারে মসজিদে নামাজ !!

কঠোর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে অর্থনীতির চাঙ্গা করতে সবকিছু খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কাতার সরকার। এর অংশ হিসেবে দোকান পাট, কলকারখানা ও বাণিজ্যিক ব্যবসা প্রতিষ্ঠান কয়েক ধাপে চালু করা হয়েছে। এতদিন এক গাড়িতে সর্বোচ্চ দুইজন বসার যে নির্দেশনা ছিল তা প্রত্যাহার করা হয়েছে।

ফলে এখন থেকে যানবাহনে ৪ জন যাত্রী বসার বিধান রয়েছে। অন্যদিকে সামাজিক দূরত্ব বজায় রেখে সোমবার (১৫ জুন) ভোর থেকে কাতারজুড়ে প্রায় ৫০০ মসজিদ খুলে দেওয়া হয়েছে নামাজ আদায়ের জন্য। ফলে তিন মাস বন্ধ থাকা মসজিদ গুলোতে আবারও মুসলিদের আনাগোনা ও ইবাদতের মুখরিত হয়ে উঠবে পবিত্র ঘরগুলো। পরবর্তীতে ধীরে ধীরে সব মসজিদ খুলে দেওয়া হবে বলে জানিয়েছে কাতার ওয়াকফ মন্ত্রণালয়।

ইমাম ও মুয়াজ্জিনের আযানের ১০ মিনিট আগে মসজিদে উপস্থিত হতে হবে। মসজিদের দরজা জানালা খোলা থাকলেও অজুখানা ও টয়লেট বন্ধ থাকবে। আর মসজিদে নামাজিদের প্রবেশের জন্য আযানের পাঁচ মিনিট আগে একটি দরজা খোলা হবে। নিজস্ব জায়নামাজ, মাস্ক, মোবাইলে এহতেরাজ অ্যাপ থাকা বাধ্যতামূলক অন্যথায় মসজিদে কেউ প্রবেশ করতে পারবে না। একজন মুসল্লি থেকে অন্যজনে সামাজিক দূরত্ব ২ মিটার হবে। নামাজ শেষ হওয়ার পাঁচ মিনিটের মধ্যে পুরো মসজিদের দরজা জানালা বন্ধ করে দেওয়া হবে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *