তিস্তা নদীতে ধরা পড়লো ৫ মন ওজনের বিরল প্রজাতির প্রাণী!
তিস্তা নদীতে জেলের জালে ধরা পড়েছে ৫ মন ওজনের একটি বিরল প্রজাতির মাছ। এই বিরল প্রজাতির রংপুরের কাউনিয়ার টেপামধুর ইউনিয়নের চারগানাই এলাকার তিস্তা এলাকায় ধরা পড়ে।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকালে আবদুল করিম তিস্তা নদীতে মাছ ধরতে গিয়ে ফাঁদ দিয়ে জাল ফেলেন। এক ঘণ্টার মধ্যে বিরল প্রজাতির মাছ ধরা পড়ল তার জালে। পরে একদল লোক ধীরে ধীরে মাছগুলোকে নদী থেকে বের করে আনল।
মাছ ডলফিন বা ডলফিন আকৃতির। কিন্তু এর নাম কি তা নিশ্চিত করে কেউ বলতে পারেনি। ধূসর-কালো মাছের বিশাল চঞ্চু আছে। অনেকে মাছটি দেখতে চরে ভিড় করেছেন।