তেল চুরির দায়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মামলার হুমকি সিরিয়ার !!
তেল চুরির দায়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করার হুমকি দিয়েছে সিরিয়া। বুধবার (২৫ ডিসেম্বর) সিরিয়ান প্রেসিডেন্টের উপদেষ্টা বুথাইনা শাবান এই তথ্য জানান।
তিনি বলেন, ‘সিরিয়ার জনগণের মতামতের বিরুদ্ধে অবস্থান নিয়ে যুক্তরাষ্ট্র এ দেশে সেনা মোতায়েন করেছে এবং তারাই সিরিয়ায় লুটপাট চালাচ্ছে। এদেশের তেল সম্পদ লুট করার কোনো অধিকার তাদের নেই। আর সেকারণেই দখলদার দেশটির বিরুদ্ধে সিরিয়া সরকার মামলা করতে যাচ্ছে।’
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়ে সিরিয়া থেকে সেনা প্রত্যাহার করলেও কিছুদিন আগে আবারও ইরাক থেকে সৈন্য প্রত্যাহার করে সিরিয়ায় ফেরৎ আনেন। এ ব্যপারে ট্রাম্প বলেন, ‘সিরিয়ার তেল সম্পদ রক্ষার জন্যই মার্কিন সেনা মোতায়েন করা হয়েছে।’ জবাবে বুথাইনা বলেন, ‘সিরিয়ার মাটি থেকে দখলদার মার্কিন এবং তুর্কি সেনাদের অবশ্যই ফিরে যেতে হবে। অন্যথায় তাদের এদেশে সন্ত্রাসী হিসেবে গণ্য করা হবে।’