তোমাদের ‘আসসালামু আলাইকুম’ অসাধারণ লাগে – কেন উইলিয়ামসন !!
Warning: Trying to access array offset on value of type bool in /home/bn.ekusherbangladesh.com.bd/public_html/wp-content/plugins/one-user-avatar/includes/class-wp-user-avatar-functions.php on line 798
Warning: Trying to access array offset on value of type bool in /home/bn.ekusherbangladesh.com.bd/public_html/wp-content/plugins/one-user-avatar/includes/class-wp-user-avatar-functions.php on line 798

বাংলাদেশের কিক্রেটার ও ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল বিভিন্ন দেশের কিক্রেটারকে লাইভে ইনভাইট করেছেন। আজ লাইভে এসেছিলেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। মঙ্গলবার (১৯ মে) তামিম ইকবালের ফেসবুক লাইভে অতিথি হিসেবে এসে বাংলাদেশের মানুষদের ঈদ মোবারক জানিয়েছিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।
তামিমের ফেসবুক আড্ডার ক্রাইস্টচার্চের সেই ঘটনার কথা স্মরণ করে কিউই অধিনায়কের মাধ্যমে নিউজিল্যান্ডের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানান। তামিম বলেন, ‘কেন, ২০১৯ সালে ক্রাইস্টচার্চে যা হয়েছে, সেটি বিস্তারিত বলছি না। তবে ঘটনার পর নিউজিল্যান্ডের সবাই আমাদের যেভাবে দেখাশোনা করেছে, খোঁজ-খবর নিয়েছে তা আজীবন মনে রাখার মতো। নিউজিল্যান্ডের মানুষের ভালোবাসা আমাদের পুরো দল সব সময় মনে রাখবে।’ ‘তোমাদের প্রধানমন্ত্রী শুরু থেকেই ছিলেন অসাধারণ। সেই সময়ে তোমরা যা করেছে তার জন্য কৃতজ্ঞতা জানাই।’
উইলিয়ামসনস বলেন, ‘ঘটনাটা ছিল ভ’য়ংকর। তোমরা যারা ঘটনার কাছে ছিলে, ভয়ানক অভিজ্ঞতার ভেতর দিয়ে গিয়েছ তা আমাদের পুরো দেশের মানুষকেই নাড়িয়ে দিয়েছিল। চরম দুঃখজনক সময় ছিল তা।’আজ ‘দ্য জ্যান্টলম্যান’ কেন উইলিয়ামসনও জানিয়েছেন শুভেচ্ছা। লাইভের শেষদিকে তামিম ঈদের প্রসঙ্গ টেনে বলেন, ‘শেষ করার আগে তোমাকে বলতে চাই, আমাদের ঈদ আসছে সামনেই। তুমি কি বাংলাদেশের মানুষকে ঈদের শুভেচ্ছা জানাবে?’ উইলিয়ামসন স্বাগ্রহে বলেন, ‘হ্যাঁ অবশ্যই। বাংলাদেশের সবাইকে ঈদ মোবারক!’
এরপর নিউজিল্যান্ড অধিনায়ক জানান, মুসলমানদের সালামের রীতির বিষয়ে নিজের মুগ্ধতার কথা। কেন উইলিয়ামসন নিজ থেকেই বলেন, ‘আরেকটা জিনিস, একদম শুরুতে পরিচয় পর্বে, আসসালামু আলাইকুম বললে… এটা সত্যিই সুন্দর একটা বিষয়। সত্যিই অসাধারণ।’বিদায় নেওয়ার আগে তামিম ইকবালকে ধন্যবাদ জানিয়ে কেন আরও বলেন, ‘এমন দারুণ এক আয়োজনে আমাকে আমন্ত্রণ করায় তোমাকে ধন্যবাদ তামিম। আমি আশা করছি, দর্শকরা নিশ্চয়ই আমাদের এই আড্ডা উপভোগ করেছে।’