দপ্তর বদলের খবর দুবাই থেকে পেলেন মন্ত্রী !!

প্রথমবারের মতো মন্ত্রীত্ব পাওয়ার পর গত এক বছরে বেশ সুনাম কুড়িয়েছিলেন শ ম রেজাউল করিম। দায়িত্ব গ্রহণের পর দুর্নীতির বিরুদ্ধে ‘জিহাদ’ ঘোষণা করেছিলেন তিনি। তিনি রাজউককে দুর্নীতিমুক্ত একটি প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন। তবে দায়িত্ব পাওয়ার একবছরের মাথায় সরিয়ে দেয়া হল তাকে।বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে শ ম রেজাউল করিম যখন এই খবর শোনেন তখন তিনি সংযুক্ত আরব আমিরাতের রাজধানী দুবাইয়ে অবস্থান করছেন।

দুবাইয়ে পরিবেশবান্ধব নির্মাণ উপকরণ ব্লক তৈরির প্ল্যান্ট পরিদর্শন করতে গেছেন রেজাউল করিম। দুবাইয়ে কারখানা পরিদর্শনে মন্ত্রীর সঙ্গে গেছেন গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. আফজাল হোসেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. সাঈদ নূর আলম, স্থাপত্য অধিদফতরের প্রধান স্থপতি শামীম আমিনুর রহমান, হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের মহাপরিচালক মোহাম্মদ শামীম আখতার, গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্মসচিব উম্মে সালমা তানজিয়া, উপসচিব ড. আবু নঈম মো. আব্দুছ ছবুর, সিদ্দিকুর রহমান ও মোতাহার হোসেন।

সূত্রঃ বিডি২৪লাইভ

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *