দিল্লিতে পুলিশ পিকআপে আ’গুন, বন্ধ করা হল ৭টি মেট্রো স্টেশন !!

ভারতের লোকসভা ও রাজ্যসভায় পাশ হওয়া বিলটিকে বলা হচ্ছে মুসলিম বিরোধী বিল। এই বিলের প্রতিবাদে উত্তাল হয়ে আছে ভারতের বিভিন্ন রাজ্য। কয়েকটি রাজ্যে পুলিশের সাথে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন অন্তত ১৫জন। মঙ্গলবারও (১৭ ডিসেম্বর) বিক্ষোভ চলেছে। ভারতের রাজধানী দিল্লি পরিণত হয়েছিল রণক্ষেত্রে। বিক্ষোভকারীরা আগুন দিয়েছেন পুলিশের একটি পিক-আপে, বন্ধ হয়ে গেছে দিল্লীর সাতটি মেট্রো স্টেশন।

বিক্ষোভকারীদের সঙ্গে সিলামপুর এলাকায় দিল্লি পুলিশের খণ্ডযুদ্ধ হয়। ঘটনার জেরে সাতটি মেট্রো স্টেশন বন্ধ করে দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে সিলামপুর এলাকায় দিল্লির কয়েক হাজার সাধারণ মানুষ নাগরিকত্ব আইনের প্রতিবাদে জড়ো হন। জামিয়া মিলিয়া ইসলামিয়ার ছাত্র নিগ্রহের ঘটনার প্রতিবাদ জানান তারা।

বিক্ষুব্ধ জনতা পুলিশের দিকে ইট ছুড়ে মারলে পাল্টা কাঁদানে গ্যাস ছুড়ে তারা। তারপরই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। উত্তেজিত জনতা একটি স্কুল বাসে ভাঙচুর চালায়। আগুন ধরিয়ে দেয়া হয় একটি পুলিশ পিকআপে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *