Internation News
দিল্লিতে সংঘ’র্ষ চলাকালীন একদল হিন্দুকে রক্ষা করলেন এক মুসলিম ব্যক্তি !!

সিএএ নিয়ে স’হিংসতায় যখন অ’গ্নিগর্ভ দিল্লী সম্প্রতি যখন ঠিক তখনই সেখানে উপস্থিত ছিলেন কিছু মানুষ যারা দিল্লির ওই হিং’সায় ‘অন্য স’ম্প্রদায়’-এর মানুষকে বাঁ’চাতে ব্যস্ত ছিলেন।
দিল্লির শিব বিহার এলাকায় সংঘ’র্ষ চলাকালে ৩৪ বছর বয়সী নাইম আলি প্রধান ৭-৮ জন হিন্দুকে সেই এলাকা ছেড়ে অন্য এলাকায় পালাতে সাহায্য করে।
নাইম আলি জানান, সেদিন রাতে উ’ত্তেজিত জনতারা অনেকগুলি দোকানে ভাঙ’চুর চালায়। আর তারপরেই আশপাশের বাড়িগুলিতে ঢুকতে চেষ্টা করে। ঠিক সেইসময়ই তিনি একদল যুবক-যুবতীদের দেখতে পান যারা আমাদের কলোনির ভিতর রাস্তা হা’রিয়ে ফেলেছিল।
সেই পরিস্থিতি থেকে বাঁচার জন্য এদিক-ওদিক যাওয়ার পথ খুঁজছিলেন।
তখন আমি আমার সঙ্গে আরও কয়েকজন মুসলমান ব্যক্তিদের নিয়ে ওদের একটি হিন্দু কলোনির কাছে ছেড়ে আসি।