দিল্লির স’হিংসতা – মন্দির পাহারায় মুসলিমরা আর মসজিদে হিন্দুরা !!

ভারতে মুসলিমবিরোধী স’হিংসতা নতুন কিছু নয়। অনেকদিন ধরেই চলছে। এবার সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) সমর্থক ও বিরোধীদের মধ্যে দিল্লির উত্তরপূর্বের মৌজপুরে ব্যাপক সং’ঘর্ষ হয়েছে। এর ফলে ইতিমধ্যেই ৪২ জনের মৃ’ত্যুর খবর পাওয়া গিয়েছে। জখম হয়েছেন আরও ২০০ জনের বেশি মানুষ।

নতুন খবর হচ্ছে, মৌজপুরের নূর-ই-ইলাহি গলিতে পাশাপাশি অবস্থিত আজিজিয়া মসজিদ এবং হনুমান মন্দির রক্ষায় পাহারা দিয়েছেন অপর ধর্মের অনুসারীরা। স’হিংসতার উত্তাপ টের পেতেই হনুমান মন্দির পাহারা দিয়েছেন মুসলিমরা। অপরদিকে আজিজিয়া মসজিদ পাহারা দিয়েছেন হিন্দুরা। খবর আনন্দবাজার পত্রিকার।

জানা যায়, গত রবিবার এলাকায় পাথর ছোড়াছুড়ি শুরু হতেই এলাকার সিনিয়র নাগরিকরা বৈঠকে বসেন। একসঙ্গে ঠিক করেন হিংসা নয়, পারিপার্শ্বিক অবস্থা যাই হোক না কেন, এতদিন যেভাবে ছিলেন এখনও তেমনভাবেই থাকবেন তারা।

এই বিষয়ে এলাকার মুসলিম বাসিন্দা ফয়জান বলেন, আমাদের এ অঞ্চলে হিন্দু-মুসলমানের কোনো বিভেদ নেই। আমাদের শৈশব মন্দির ও মসজিদে কেটেছে। খবরটি ছড়িয়ে পড়ার কিছুক্ষণ পর, একদল মন্দিরের পাশ থেকে গলিতে প্রবেশের চেষ্টা করেছিল। উভয় উপাসনালয়ে আক্রমণ করতে চেয়েছিল তারা। তবে আমরা প্রতিরোধ করেছি।

একই এলাকার বাসিন্দা সুনীল কুমার বলেন, আমাদের একে অপরের প্রতি বিশ্বাস রয়েছে। অনেকেই আ’হত হয়ে আমাদের এলাকায় আসেন চিকিৎসার জন্য। আমরা তাদের সুস্থ করে বাড়ি পৌঁছে দিয়েছি।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *