দিল্লি পুলিশের চাপে মাওলানা সাদ, ছেলেকে জিজ্ঞাসাবাদ !!
Warning: Trying to access array offset on value of type bool in /home/bn.ekusherbangladesh.com.bd/public_html/wp-content/plugins/one-user-avatar/includes/class-wp-user-avatar-functions.php on line 798
Warning: Trying to access array offset on value of type bool in /home/bn.ekusherbangladesh.com.bd/public_html/wp-content/plugins/one-user-avatar/includes/class-wp-user-avatar-functions.php on line 798

তাবলিগি জামাতের প্রধান মাওলানা সাদের উপরে চাপ বাড়াল দিল্লি পুলিশের অপরাধ দমন শাখা। জানা গেছে, মাওলানা সাদের সব কাজকর্মের হিসেব এই ছেলের কাছেই রয়েছে। এছাড়াও ইডির তরফে মাওলানা সাদের দুই ঘনিষ্ট ব্যক্তিকেও নোটিশ পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে একজন মার্কাজ কোর গ্রুপের সদস্য। ওই ব্যক্তির উপরে অর্থ তছরুপের অভিযোগ রয়েছে।
অন্য ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ, তিনি হাওলা অপারেটরের কাজ করতেন। অর্থাৎ তিনি মাওলানা সাদের অর্থ এদিক ওদিক করতেন। মঙ্গলবার (৫ মে) মাওলানা সাদের পুত্র সাঈদকে ২ ঘণ্টা ধরে জেরা করা হয়।ইডি সূত্রে জানা গিয়েছে, ওই দুই ব্যক্তির আইনজীবী ইডিকে জানিয়েছিলেন তাদের মক্কেলরা আসতে পারবেন না ইডির দপ্তরে। ইডি এখনও পর্যন্ত সাদ-ঘনিষ্ঠ ৯০-এর বেশি সহযোগীকে জিজ্ঞাসাবাদ করছে।
সম্প্রতি মাওলানা সাদকে নোটিশ দেয় দিল্লি পুলিশের অপরাধ দমন শাখা। তার কাছে জানতে চাওয়া হয়, তিনি সরকারি হাসপাতালে গিয়ে করোনার পরীক্ষা করিয়েছেন কিনা। আর যদি করিয়ে থাকেন, তাহলে এখনও কেন সেই রিপোর্ট জমা দেননি অপরাধ দমন শাখায়। ওই রিপোর্ট হাতে পেলে তা খতিয়ে দেখে তবেই সাদের বিষয়ে পরবর্তী তদন্তের কাজ শুরু করা হবে।