দীর্ঘদিন পর ঢাকাবাসীর জন্য ‘সুখবর’ !!

দীর্ঘদিন ধরে দূষিত বাতাসের সঙ্গে লড়াই করা ঢাকার বাসিন্দাদের জন্য সুখবর এসেছে। তা হলো—আজ শুক্রবার সকালে এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ৬৯তম অবস্থানে উঠে এসেছে জনবহুল এই শহর।সকাল ৮টা ৪৮ মিনিটে ঢাকার একিউআই স্কোর ছিল ২৭। যা এর বাতাসের মানকে ‘ভালো’ বলে নির্দেশ করে।

ভারতের দিল্লি, পাকিস্তনের লাহোর এবং চীনের বেইজিং যথাক্রমে ১৯৮, ১৮৮ ও ১৫৫ স্কোর নিয়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে।একিউআই সূচকে ৫০ এর নিচে স্কোর থাকার অর্থ হলো বাতাসের মান ভালো।

জনবহুল ঢাকা দীর্ঘদিন ধরেই দূষিত বাতাস নিয়ে হিমশিম খাচ্ছে। মূলত নির্মাণ কাজের নিয়ন্ত্রণহীন ধুলা, যানবাহনের ধোঁয়া, ইটভাটা প্রভৃতি কারণে রাজধানীতে দূষণের মাত্রা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। বর্ষা মৌসুমে দূষণ কিছুটা কমে।বিশ্বব্যাংক ও পরিবেশ অধিদপ্তরের এক প্রতিবেদনে ঢাকার বায়ুদূষণের প্রধান কারণ হিসেবে এ শহরের চারপাশে অবস্থিত ইটভাটাকে চিহ্নিত করা হয়েছে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *