দুই বছরের শিশুকে ঘুষি ও লাথি মারছেন কাজের মহিলা, অতঃপর…
এই পৃথিবীর কিছু মানুষ আছে যারা এমন সব কাজ করে যা দেখে গোটা বিশ্বের মানুষ অভাক হয়ে যায়। বলার মত কোন ভাষা খুঁজে পাওয়া যায়না।
সম্প্রতি, দুই বছরের শিশুকে নির্মমভাবে নির্যাতন করছে বাড়ির কাজের মহিলা, এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এই নির্মম অত্যাচারের ভিডিও ধরা পড়েছে ঘরে লাগানো সিসিটিভি ক্যামেরায়।
ফেসবুকে ভিডিওটি শেয়ার দিয়েছেন, আবু হোসেন মোহাম্মদ মোর্শেদ। যদিও এ ঘটনাটি কোথাই ঘটেছে, তা তিনি উল্লেখ করেননি।
আবু হোসেন মোহাম্মদ মোর্শেদ ক্যাপশনে লিখেছেন, This is my colleague’s 2 year old son. He and his wife both are service holder. So his son is taken care of by house maid. This is today’s cc cam footage…
ভিডিও দেখা গেছে , ওই কাজের মহিলা শিশুটিকে নির্মমভাবে পিটিয়ে চলেছে । শিশুটি কাঁদছে। কিন্তু তাতেও মন গলছে না ওই মহিলার। গায়ের সব জোর দিয়ে চলছে মার। কিল, ঘুষি ও লাথি মারছেন। এমনকি শিশুটিকে আছাড় মেরে ফেলে দিচ্ছেন।