দুই সিটি নির্বাচনে থাকছে ৫ হাজার সেনা, সমস্যা হলেই ভোট বন্ধ !!

আসন্ন ঢাকার দুই সিটি করপোরেশ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবস্থাপনায় থাকবেন সশস্ত্র বাহিনীর ৫ হাজার ২৮০ জন সদস্য। আজ ২৯ ডিসেম্বর রবিবার দুপুরে নির্বাচন কমিশন ভবনের নিজ দফতরে তিনি সাংবাদিকদের এ কথা জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী।

এ সময় তিনি বলেন, ‘ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রত্যেকটি কেন্দ্রেই সেনা সদস্য থাকবেন। তারাই ইভিএম ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবেন। ভোটগ্রহণ নির্বিঘ্ন করতে প্রয়োজনের অতিরিক্ত ৫০ শতাংশ ইভিএম প্রস্তুত রাখা হবে।’

এদিকে নির্বাচন কমিশনের ভূমিকায় সব প্রার্থী যেন সন্তুষ্ট থাকেন সেই পদক্ষেপ নেওয়া হবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে ইভিএম নিয়ে বিতর্ক রয়েছে। সেই কারণে পরীক্ষামূলক ভোটে সার্বিক ব্যবস্থা দেখতে দলগুলোকে আমন্ত্রণ জানানো হবে, বলেন এই নির্বাচন কমিশনার।

এদিকে শাহাদাত হোসেন চৌধুরী বলেন, ‘প্রতিটি কেন্দ্রে টেকনিক্যাল সাপোর্টের জন্য দুইজন করে সেনা সদস্য থাকবেন। কোনো সমস্যা দেখা দিলে তাৎক্ষণিক ভোটগ্রহণ বন্ধ করে দেওয়া হবে।’

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *