দুবাই প্রবাসী স্বামীকে কুপিয়ে হত্যার পর দুই শিশু সন্তান নিয়ে পালিয়েছে স্ত্রী!
ফেনী শহরের নাজির রোডের সোহেল (৩৫) নামে দুবাই প্রবাসী স্বামীকে কুপিয়ে হত্যার পর দুই শিশু সন্তান নিয়ে পালিয়েছে স্ত্রী।
শুক্রবার সকালে চৌধুরী সুলতানা ভবনের ৬ তলা থেকে প্রবাসীর লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চৌদ্দগ্রাম উপজেলার গুণওয়াটি ইউনিয়নের খাতড়া গ্রামের আবুল কালামের ছেলে সোহেল ১০ বছর আগে একই উপজেলার শিউলির সাথে বিয়ে করেন। এক মাস আগে দুবাই থেকে তিন মাসের ছুটিতে দেশে আসেন তিনি। বৃহস্পতিবার রাতে সোহেলকে হত্যার পর শিউলি তার দুই সন্তান রিহান (৭) ও জান্নাতকে (৪) নিয়ে পালিয়ে যায়।
ফেনী মডেল থানার ওসি মো নিজাম উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।