দেশজুড়ে আ’তঙ্ক – ৯ দিনে ৫ রোগী সনাক্ত !!
২১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৫ জন সন্দেহ ভাজন রোগী পাওয়া গেল যারা চীন থেকে দেশে ফেরত এসেছে । বিমান বন্দরে থার্মাল স্ক্যানারের মাধ্যমে স্ক্যান করার সময় তাদের সনা’ক্ত করা হয়।
ডা.সাজ্জাত জানান, কোনো যাত্রীর শরীরে ১০০ ডিগ্রির ওপরে জ্বর থাকলেই স্ক্যানারে লালবাতি জ্বলে উঠছে। ২১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত এমন পাঁচজন জ্বরের রোগী পাওয়া গেল।তবে তারা করোনাভাইরাসে আ’ক্রান্ত হয়েছেন- তা নিশ্চিত হওয়া যায়নি।
তবে এ বিষয়ে একাধিক স্বাস্থ্য কর্মকর্তা জানান, করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির মধ্যে রোগের উপসর্গ তাৎক্ষণিকভাবে নাও দেখা দিতে পারে। আক্রান্ত হওয়ার দুই সপ্তাহ (১৪ দিন) পর্যন্ত উপসর্গ দেখা দিতে পারে। ফলে এ সময়টা সংশ্লিষ্ট রোগীকে নরজদারিতে রাখা খুবই জরুরি।