দেশের একমাত্র গ্রিন জোন জেলায় করোনার তাণ্ডব শুরু !!
করোনাভা’ইরাসের সংক্রমণের ওপর ভিত্তি করে দেশকে রেড, ইয়েলো ও গ্রিন জোনে ভাগ করা হয়। দেশের একমাত্র গ্রিন জোন জেলা ঝিনাইদহ। গ্রিন জোনে থাকা একমাত্র জেলায় করোনার তাণ্ডব শুরু হয়েছে।
নতুন করে এ জেলায় চারজন করোনায় আ’ক্রান্ত শনাক্ত হয়েছে। এদের মধ্যে তিন জনের বাড়ি কালীগঞ্জ ও এক জনের বাড়ি মহেশপুর উপজেলায়। এ তথ্য নিশ্চিত করেছেন জেলার সিভিল সার্জন ডা. সেলিনা বেগম।
এদিকে জেলা সিভিল সার্জন কার্যালয়ের করোনা সেলের মুখপাত্র ডা. প্রসেঞ্জিৎ বিশ্বাস এ প্রসঙ্গে বলেন, ঝিনাইদহে সুস্থতার হার হিসেবে জেলাটি লকডাউন ছিল না। এ বিবেচনায় দেশের একমাত্র গ্রিন জোন ছিল এ জেলা।