দেশের জনপ্রিয় তিন মাওলানার ওয়াজ নিষিদ্ধ !!

সম্প্রতি সময়ে রাষ্ট্রবিরোধী ও ধর্মীয় উসকানিমুলক বক্তব্য দেওয়ার অভিযোগে মাওলানা তারেক মনোয়ার, মাওলানা আবদুর রাজ্জাক ও মাওলানা জসিম উদ্দীনের ওয়াজ নিষিদ্ধ করেছে প্রশাসন।

গত সোমবার তাদের ওয়াজ নিষিদ্ধের বিষয়টি জানিয়ে কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর বলেন, ‘অভিযুক্ত এই তিন বক্তা অনেক বছর ধরে ওয়াজের নামে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে আসছেন। তাই তাদের বিষয়ে ২০১৬ সালের ৬ অক্টোবর মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় বিভিন্ন জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের দেওয়া অভিযোগে একটি রেজুলেশন গঠন করা হয়।’

এদিকে পরবর্তীতে ২০১৮ সালের অক্টোবর মাসে ওই তিন বক্তার বিষয়ে আরও কিছু অভিযোগ উঠে আসে। সর্বশেষ চলতি বছরের অক্টোবর মাসে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় রাষ্ট্রবিরোধী ও ধর্মীয় উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে তাদের ওয়াজ কুমিল্লায় নিষিদ্ধ করা হয়। নিষিদ্ধ করার পরও এই তিন ব্যক্তি কুমিল্লায় ওয়াজ করছেন এমন অভিযোগ আসলে আয়োজক এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে কুমিল্লার পুলিশ সুপার সৈয়দ মো. নুরুল ইসলাম বলেন, ‘আমাদের দেশের মানুষ সহজ-সরল ও অত্যন্ত ধর্মপ্রাণ মানুষের সরলতার সুযোগ নিয়ে ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে কোনও কোনও বক্তা ইসলামের ভুল ব্যাখ্যা উপস্থাপন করেন এবং শান্তিময় পরিবেশ নষ্ট করেন। তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠায় শান্তিময় পরিবেশে বিশৃঙ্খলা সৃষ্টি না হয় তাই জেলা প্রশাসন ওই তিন বক্তার ওয়াজ কুমিল্লায় নিষিদ্ধ করা হয়েছে।’

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *