দেশের ৩৪ টি জেলায় পাওয়া গেছে করোনা রোগী, দেখে নিন তালিকা !!

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছিল। এরপর দিন দিন এর সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১৮২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে এবং ৪ জন মা’রা গেছেন।

এ নিয়ে বর্তমানে দেশে করোনায় আ’ক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮০৩ জনে ও মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ জনে। দেশের ৩৪ টি জেলায় এখন পর্যন্ত করোনায় আ’ক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। দেখে নিন কোন জেলায় কতজন করোনা রোগী পাওয়া গেছে-

ঢাকা ৩৩৫, নারায়ণগঞ্জ ১০৭, গাজীপুর ২৩, মাদারীপুর ১৯, মুন্সীগঞ্জ ১৪, চট্টগ্রাম ১২, কিশোরগঞ্জ ১০, কুমিল্লা ৯, গাইবান্ধা ৬, জামালপুর ৬, চাঁদপুর ৬, রাজবাড়ী ৬, ব্রাহ্মণবাড়িয়া ৬, মানিকগঞ্জ ৫, ময়মনসিংহ ৫, নরসিংদী ৪, নীলফামারী ৩, গোপালগঞ্জ ৩, বরগুনা ৩, ঠাকুরগাঁও ৩, ঝালকাঠি ৩।

এছাড়াও রংপুর ২, শেরপুর ২, টাঙ্গাইল ২, চুয়াডাঙা ১, কক্সবাজার ১, মোলভীবাজার ১, শরিয়তপুর ১, সিলেট ১, পটুয়াখালী ১, হবিগঞ্জ ১, নেত্রকোনা ১, লক্ষ্মীপুর ১, লালমনিরহাট ১।

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *