দেশে আরো ৭ দিন বাড়ছে সাধারণ ছুটি !!
দেশে করোনাভা’ইরাসের সংক্রমণের কারণে সাধারণ ছুটি আরো সাতদিন বাড়তে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ৭ দিন ছুটি বাড়লে আগামী ২ মে শনিবার পর্যন্ত ছুটি থাকবে।এর আগে গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল এবং পরে ৫-৯ এপ্রিল, পরে ১৪ এপ্রিল এবং সবশেষ ২৫ এপ্রিল পর্যন্ত ছুটি বাড়ানো হয়। আবার নতুন করে ৭ দিন বাড়ানো হতে পারে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কাল বা পরশু মন্ত্রণালয়ে সভা হবে। সেখানে এ বিষয়ে আলোচনা হবে। সরকার লকডাউন ঘোষণা না করলেও তা এক প্রকার অব্যাহত আছে। মূলত সময় বাড়ানো হবে মানুষের স্বাস্থ্যঝুঁকি বিবেচনা করে। করোনাভা’ইরাস থেকে রক্ষা পেতে হলে এর বাইরে কোনো ওষুধ নেই। এ কারণে জনগণকে ঘরে থাকতে হবে।’
উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরো ৪৩৪ জনের শরীরে করোনাভা’ইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে আ’ক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩৮২ জনে। নতুন করে মৃ’ত্যু হয়েছে ৯ জনের। মৃ’তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১০ জনে।