দেশে কয়েক সপ্তাহের মধ্যেই ফিরবেন ২৯ হাজার প্রবাসী – পররাষ্ট্রমন্ত্রী !!

করোনাভা’ইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতির মধ্যেও দেশে ফিরছেন প্রবাসীরা। বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশিদের ফেরত পাঠানো হচ্ছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন ২৮ হাজার ৮৪৯ জন প্রবাসী কর্মী।

বুধবার (০৬ মে) অনুষ্ঠিত ৫ম আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে এমনটিই জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। তিনি বলেন, ‘করোনাভা’ইরাসের কারণে বিদেশে আটকে পড়া প্রবাসী কর্মীদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার। আগামী কয়েক সপ্তাহে যারা ফেরত আসবে, তাদের আনার ব্যবস্থাও করা হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘মধ্যপ্রাচ্য থেকে ৩ হাজার ৭৯৫ জন বাংলাদেশি ফেরত এসেছেন। এদের মধ্যে অধিকাংশই সেখানকার জেলে ছিলেন এবং তাদের সাধারণ ক্ষমা করা হয়েছে। এছাড়াও ওমরাহ পালনকারী কিছু এসেছেন। কিছু অনিবন্ধিত শাস্তিপ্রাপ্তও ফিরেছে।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা আগেও বলেছি, করোনাভা’ইরাসের কারণে অস্থিতিশীল পরিস্থিতিতে আমরা প্রবাসী কর্মীদের সাহায্য করতে সবধরনের পরিকল্পনা হাতে নিয়েছি। মধ্যপ্রাচ্য থেকে অনেকে দেশে ফিরছেন। আমাদের দেশে সঙ্গরোধের (কোয়ারেন্টাইন) কতটুকু ব্যবস্থা আছে তা যাচাই-বাছাই করে তাদের আমরা ফেরত আনছি।’

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *