দেশে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ ২ হাজার ৩১ জন !!
দেশে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনাভা’ইরাস থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আরো ২ হাজার ৩১ জন। সবমিলিয়ে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৪৯ হাজার ৬৬৬ জন।গত ২৪ ঘণ্টায় আরো ৩ হাজার ৪৬২ জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে এবং মারা গেছেন আরো ৩৭ জন। এ নিয়ে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ২২ হাজার ৬৬০ জন ও মৃত্যু বেড়ে দাঁড়াল ১ হাজার ৫৮২ জন।
বুধবার (২৪ জুন) স্বাস্থ্য অধিদফতরের করোনাভা’ইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।তিনি বলেন, ‘নতুন নমুনা পরীক্ষায় করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে আরো তিন হাজার ৪৬০ জনের মধ্যে।
ফলে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ২২ হাজার ৬৬০ জনে।’তিনি আরো বলেন, ‘আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরো ৩৭ জন। এ নিয়ে ভা’ইরাসটিতে মোট মারা গেলেন এক হাজার ৫৮২ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরো দুই হাজার ৩১ জন জন। সব মিলিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা এখন ৪৯ হাজার ৬৬৬ জন।’